তোমরা যেই ইন্ডাস্ট্রিতেই ক্যারিয়ার গড়তে চাওনা কেন, P2E তে পাবে তোমাদের চাহিদা মতো সব কোর্স! যুগের সাথে তাল মিলিয়ে আমরা তোমাদের যে-সকল ইন্ডাস্ট্রির জন্য প্রস্তুত করছি সেগুলো হলোঃ
ফাস্ট মুভিং কনজিউমার গুডস (এফএমসিজি)ঃ তুমি কী নিজেকে একজন সেলস প্রফেশনাল হিসেবে দেখতে চাও? কারণ, দেশবিদেশের সেরা সব এফএমসিজি কোম্পানির সাথে পার্টনারশিপের মাধ্যমে আমরা তোমাদের জন্য ডিজাইন করেছি স্পেশাল সব কোর্স, যা তোমাকে শেখাবে সেলস জগতের সব টিপস অ্যান্ড ট্রিক্স, বৃদ্ধি করবে তোমার কমিউনিকেশন স্কিলস এবং তোমাকে সাহায্য করবে একজন সফল সেলস প্রফেশনাল হিসেবে নিজেকে তৈরি করতে।
ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটিঃ তুমি কী একজন ভ্রমণ প্রেমী? তুমি কী নতুন নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসো? কারণ, স্বনামধন্য সব হোটেল এবং ট্রাভেল এজেন্সির সাথে সম্মিলিত হয়ে আমরা তোমাদের জন্য এনেছি প্রয়োজনীয় সব স্কিল ডেভেলপমেন্ট কোর্স।
কেয়ার ইকোনমিঃ তুমি যদি অন্যের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাও এবং নিজেকে একজন দক্ষ কেয়ার গিভিং প্রফেশনাল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাও, তাহলে P2E তোমার জন্য পারফেক্ট একটি প্ল্যাটফর্ম।
সার্কুলার ইকোনমিঃ বৈশ্বিক উষ্ণায়ন কী তোমায় ভাবায়? তুমি কী গাছ কাটা, পরিবেশ দূষণ, কার্বন এমিশনের মতো সমস্যার বিরুদ্ধে অবস্থান নিতে চাও? P2E তোমাদের শেখাবে কীভাবে তোমরা রিসাইকেল করতে পারবে, পরিবেশ দূষণ কমাতে পারবে এবং একটি টেকসই ভবিষ্যৎ গড়তে অবদান রাখতে পারবে।
ডিজিটাল ও গ্রিন স্কিলসঃ বর্তমানের ডিজিটাল যুগে টিকে থাকার জন্য টেকনোলজিকাল এবং পরিবেশবান্ধব গ্রিন স্কিল থাকা খুবই জরুরি এবং এইসব স্কিল তোমাকে শেখাবে P2E।
ইয়ুথ লিডারশিপঃ আজকের তরুণরাই আগামীর ভবিষ্যৎ। তুমি যদি সমাজে ইতিবাচক পরিবর্তন সাধনে নিজেকে নিয়োজিত করতে চাও, তাহলে P2E তোমার জন্য পারফেক্ট লার্নিং প্ল্যাটফর্ম। কারণ এখানে তুমি নেতৃত্ব এবং কমিউনিকেশন এর মতো স্কিল ডেভেলপমেন্ট কোর্সের পাশাপাশি, পাবে ভলেন্টিয়ারিজমের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ।